সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিনে শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দক্ষিণ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান, মোঃ সাঈদ আনোয়ার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা  (দুপ্রক) সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল।

প্রধান অতিথি মোঃ মোজাহার আলী সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যত নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্যই এখন থেকে সততা ও আদর্শপূর্ণ জীবন করার উপযুক্ত সময়। দুর্নীতি মুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal