ময়মনসিংহের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জন নারীসহ ৩১ জনকে আটক করা হয়েছে
শুক্রবার এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।এ সময় ময়মনসিংহ শহরের আমির হোটেল,খান হোটেল,আশা হোটেল,খাজা হোটেল,হাফেজিয়া হোটেল,রূপমহল,শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অনেক অভিযোগ আছে। এ ব্যাপারে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও যদি এসব কার্যকলাপ চলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।