বায়েজিদ আহমেদ,ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি
প্রয়াত এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ এর বাসায় ফুলবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫১ ফুলবাড়িয়া ময়মনসিংহ ৬ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি,প্রয়াত ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ এর বাসায় ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ তারিখ শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এডভোকেট আজিজুল রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী প্রয়াত এমপির সহধর্মিণী আখতার সুলতানা মহিলা কলেজের অধ্যাক্ষ জনাবা আখতার সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান সিরাজ সাজু,ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন।এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট তামান্না,১৩ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য ও ১৩ নং ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ।
এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রয়াত এমপি শামছ উদ্দিন আহমদ এর সুযোগ্য পুত্র আমেরিকা প্রবাসী তানভীর আহমেদ রানা।
মতবিনিময় সভায় বক্তারা সাবেক এমপির আত্মার মাগফিরাত কামনা করেন।তাহার উন্নয়ন মূলক কাজের প্রশংসা করে বক্তারা বলেন,এখানে তাহার পরিবার নেতৃত্বে আসবে তাই ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন এর শত শত নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আছে।