মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে মানববন্ধন

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ দেখা হয়েছে :

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে মানববন্ধন

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বেতন বৈষম্য দূর করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের জন্য মানববন্ধ কর্মসূচী পালিত হয়েছে। বিকালে ঝিনাইদহ-খুলনা মহাসড়কে কালীগঞ্জ উপজেলা পরিষদের গেটে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আশফাকুল কবির অনু, আয়ুব হোসেন, ইমদাদুল হক, কামাল হোসেন, নার্গিস সুলতানা, রুবিনা আক্তার পপি, মতিউর রহমান মানিক, আবু তাহের টিটো ও আলী মুজতবা রেজা ফিটু প্রমুখ।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন যাবত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যের স্বীকার হয়ে আসছে। গত ১০ বছরে দেশে দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু সে তুলনায় বেতন বাড়েনি। দীর্ঘদিন যাবত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩ গ্রেডে বেতন পেয়ে আসছে। এছাড়া ২০০৯ সালে ঘোষনা হলে প্রধান শিক্ষক পদে পদন্নোতি বন্ধ রয়েছে। সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে একই পদে অবসর গ্রহন করতে হয়। এজন্য প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদন্নোতি চালু ও ১৩ গ্রেড থেকে ১০ গ্রেড প্রদানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal