এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান এর সাথে দৌলতখান উপজেলার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শাহীনের পরিবারের সাথে সাক্ষাত করে তার স্ত্রী ফাতেমার হাতে নগদ বিশ হাজার টাকার চেক প্রদান করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়তি রাণী কৈরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আবু সাঈদ আব্বাসী, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, সিনিয়র সাংবাদিক কাজী জামাল সহ প্রমুখ।