শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
শ্রমিকদের মৌসুমী থেকে স্থায়ীকরণের নিয়োগ স্থগিতের প্রতিবাদে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি দিয়ে তারা এই কর্মসূচী পালন করে। এতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সম্পাদক সাইদুর রহমান পিকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, মোবারকগঞ্জ সুগার গিলে গত ৮ থেকে ১০ বছর ধরে শ্রমিক কর্মচারীরা মৌসুমী ভিত্তিক কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ এই শ্রমিকদের স্থায়ী করণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অদৃশ্য কোন কারণে বুধবার বিকেলে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রনালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ স্থগিত হয়ে গেছে। ঈদুল আযহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন।