প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের ময়মনসিংহ সফরে পূজা মণ্ডপ ও বন্যা দূরর্গত এলাকা পরিদর্শন।
১০ অক্টোবর বৃহস্পতিবার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মানিত সচিব জনাব মো: সাইফুল্লাহ পান্না ময়মনসিংহ জেলা সফর করেন। এসময়ে তিনি ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া ও ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলমকে সাথে নিয়ে হালুয়াঘাট উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি হালুয়াঘাট ও ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সম্মানিত সচিব মহোদয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন ও মিশন সম্বন্ধে সকলকে অবহিত করেন ও সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।