সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

ফরিদপুরে মদপানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৬ দেখা হয়েছে :

ফরিদপুরে দুই কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর হয়েছে। পুলিশ ও চিকিৎসকদের ধারণা,বিষাক্ত অথবা অতিরিক্ত অ্যালকোহল পানেই তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ তথ্য জানান।

অস্বাভাবিক মৃত্যু হওয়া ২ ছাত্রী হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন- একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

সূত্রে জানায়, সরকারি রাজেন্দ্র কলেজের ওই ২ ছাত্রী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপ থেকে ফিরে আসার পর দুজনই অসুস্থ হয়ে পড়েন।

২ ছাত্রীর সঙ্গে একই বাসায় থাকা চাকরীজীবী নারী বিথি সাহা জানান, রাতে তাদের অবস্থায় খারাপ হতে থাকে। ফলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 হাসপাতাল সূত্রে জানা যায়,তরুণীদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়,আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় অ্যালকোহল পানে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত পূজা ও রত্না শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন।এ সময় বিথি নামের এক নারী তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal