১২ অক্টোবর শনিবার সকালে ঢাকা থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এই সংস্কারের কার্যক্রম শুরু হবে।’
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।