মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:

শ্যামনগরে স্বামীর প্রতারণা বাবার বকুনিতে গৃহবধূর আত্মহত্যা

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৭ দেখা হয়েছে :

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর গ্রামের মুজিবর গাজী ওরফে বাঘ মুজিবরের মেয়ে  সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী আসমা আক্তার (২২) আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার রমজাননগর গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটেে।ইয়াছিন আরাফাত নামে সাড়ে তিন বছরের এক ছেলেসন্তান রয়েছে আসমার।

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান, জানান ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন আসমা।শনিবার বিকেলে বাবা মুজিবর তাঁকে বকুনি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ওই দিন রাতে আসমা শোয়ারঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মুজিবর গাজী জানান, পারিবারিক কারণে আসমাকে সামান্য বকাঝকা করেছিলেন। তবে মেয়ের আত্মহত্যার জন্য তাঁর স্বামী আবুজার দায়ী। তালাক দেওয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে আসমা তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিলেন বলে দাবি করেন মুজিবর গাজী।

আবুজার হোসেন জানান, তাঁর প্রথম স্ত্রীর বিষয়ে আসমা জানতেন। পরবর্তীতে মা-বাবার প্ররোচনায় তিনি রাগ করে বাবার বাড়িতে চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal