ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার,ওসি রাশেদুজ্জামান,সাবেক মেয়র গোলাম কিবরিয়া সহ ১৮৫ জনকে আসামি করে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলির অভিযোগে
মামলা দায়ের হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক স্বতন্ত্র এমপি আব্দুল মালেক সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান,সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া সহ ৩৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে এ মামলাটি দায়ের হয়।
আদালত সূত্রে জানা যায়,বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ফুলবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন,এখনো আদালতের কপি পাইনি। আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।