ময়মনসিংহের ত্রিশালে রবিবার(২০ অক্টোবর) বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত ত্রিশাল বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।
তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলার ত্রিশাল বাজারে ত্রিশাল থানা পুলিশের একটি টিমসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের হালনাগাদ মূল্য তালিকা মনিটরিং করা হয় এবং তাদের কাছে সংরক্ষিত ক্রয়মূল্যের রশিদের সাথে প্রদর্শিত মূল্য তালিকা যাচাই করা হয়। অতিরিক্ত মুনাফার লোভে দ্রব্যমূল্যের দাম বেশি প্রদর্শন না করার জন্য সকলকে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান আরও বলেন,জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।