মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৯ দেখা হয়েছে :

মোঃ গোলাপ মিয়া

ষ্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন সদস্যগণ।রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সদস্য সংস্থা (বাইসস) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।এ সময় জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার জন্য স্মারকলিপি জমা প্রদান করেন জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আব্দুল করিম, সদস্য সচিব মন্তাজুর রহমান, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সদর উপজেলা শাখার আহবায়ক আব্দুর রহিমসহ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস) জেলা ও আদিতমারী উপজেলা শাখার আব্দুর রহমান , মোঃ শহীদ মিয়া ,শাহাজাহান আলী সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার আহবায়ক আব্দুল করিম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা ইউপি সদস্যরা জনগনের সেবা দিয়ে থাকি। কিন্তু সম্প্রতি মিডিয়ায় জানতে পারি ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ঘোষণা করা হবে। আমরা এই ঘোষণার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। জনগনের দোর গড়ায় সেবা পৌছে দিতে আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি থেকে সরকারকে সরে আসতে অনুরোধ করছি।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, আমরা এই সরকারের অংশিদার হতে চাই। আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি না করার অনুরোধ জানাই।বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রহিম বলেন, আমরা আমাদের পদের মেয়াদ পর্যন্ত থেকে জনগনের সেবা করতে চাই। পরিষদের বিভিন্ন সেবা সদস্যরা দিয়ে আসতেছে। তাই ইউনিয়নের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানাই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে।লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, লালমনিরহাট জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবগত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal