মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং ও বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার সহ পৌর এলাকার বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা সহ মূল্য তালিকা খতিয়ে দেখেন বিশেষ মনিটরিং টিম।
বাজার পরিদর্শন শেষে বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি,রাস্তা- ড্রেন দখলসহ অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান এ টিম। সব কিছুর যাতে অবসান ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এসময় উপস্থিত আরো ছিলেন, ফুড অফিসার, উপজেলা বন কর্মকর্তা, প্রশাসন ও পৌরসভার সহকারী গনসহ বিভিন্ন বাজার কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।