মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি
প্রবাসী বাংলাদেশিরা টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন
প্রবাসীদের জন্য আহলিয়া এক্সচেঞ্জের শীতকালীন প্রমোশন দেয়া অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রবাসীরা বৈধ পথে দেশে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। তার পাশাপাশি প্রবাসীরা যদি বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠায়, তবে তা দেশের অর্থনীতিতে আরো বেশি ইতিবাচক প্রভাব ফেলবে।
আবুধাবি আহলিয়া এক্সচেঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন কর্মকর্তারা। প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নানা সুবিধা দেয়া হচ্ছে। এ শীতকালীন প্রমোশনের মাধ্যমে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে ১০টি নিশান গাড়ি জেতার সুযোগ পাচ্ছেন। এ প্রমোশন আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমিরাতে আহলিয়া এক্সচেঞ্জের যে কোনো শাখা হতে দেশে যতবার টাকা পাঠানো হবে গ্রাহকরা ততবার একটি করে কুপন পাবেন বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলিয়া এক্সচেঞ্জের ডেপুটি অপারেশন ম্যানেজার শানিস কোল্লারা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সন্তোষ নায়ের, ব্যাংকিং অপারেশন ম্যানেজার মোহাম্মদ মারগুব, এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আমির ইকবাল।
এভাবে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশে অর্থ পাঠিয়ে শুধু নিজেদের পরিবারকে নয়, বরং সমগ্র দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।