শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলাম (রাশেদ) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আরাপপুর- বাস টার্মিনাল মহাসড়কের কলাহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত রাশেদুল ইসলাম ঝিনাইদহ শহরের পবাহটি গ্রামের রাকিব উদ্দিনের ছেলে ।
স্থানীয়রা জানান, রাশেদ মোটরসাইকেল যোগে সকালে কলারহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাশেদুল ইসলাম। সেসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল অভিমুখে যাচ্ছিল। পথে ঘটনস্থলে পৌঁছালে যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।