শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল । শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়পত্র প্রত্যাহার করেন।
জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। শনিবার ১৮ মে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন।
আগামী ৫ এপ্রিল সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদারের প্রতিদ্বন্দি কোন প্রার্থী রইলো না। উল্লেখ্য গত ১৬ মার্চ আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।