মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ উপ-নির্বাচনে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৩৫ দেখা হয়েছে :

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল । শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়পত্র প্রত্যাহার করেন।
জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। শনিবার ১৮ মে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন।
আগামী ৫ এপ্রিল সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদারের প্রতিদ্বন্দি কোন প্রার্থী রইলো না। উল্লেখ্য গত ১৬ মার্চ আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal