মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহে সফরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ দেখা হয়েছে :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ময়মনসিংহ জেলায় আগমন এবং তাঁর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক,পুলিশ সুপার, ময়মনসিংহ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন।

২৬ অক্টোবর ২০২৪ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় জনাব ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সার্কিট হাউজ মাঠে উপস্থিত হলে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এসময় ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিবাদন গ্রহণ শেষে উপদেষ্টা মহোদয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে উপস্থিত হন এবং বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) কর্তৃক আয়োজিত “Food Safety and Health” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয় বিএফআরআই মাঠ পরিদর্শন এবং বিএফআরআই কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা মহোদয় মতবিনিময় সভা শেষে বিকেল ১৬:৩০ ঘটিকায় সম্মানিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে বিদায়ী অভিবাদন গ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ জেলা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal