মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জেলায় পৃথক পৃথক থানায় অভিযান পরিচালনা করে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা, কালীগঞ্জ থানা ও লালমনিরহাট সদর থানা পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানাযায়।