মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯৩ দেখা হয়েছে :

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন,

অন্তর্বর্তী সরকারের বেকারত্ব দূর করার কোনো এজেন্ডা নাই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত “ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।

তিনি বলেন,সংস্কার করার জন্য যে দশটি কর্মসূচি রয়েছে সেখানে বেকারত্ব দূর করার কোনো কমিশন গঠন করা হয়নি। এদেশে শিক্ষিত অশিক্ষিত মিলিয়ে মোট চার কোটি লোক বেকার। আমাদের দেশে বিনিয়োগকারী নাই। চাকরি চাইলে সরকার চাকরি দিবে কি করে। এসরকার বেকারত্ব দূর করার কথা বলেননি এবং সামনের দিকে বলবেও না।

তিনি আরও বলেন, আমাদের সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে। কেমন সংবিধান হবে? কেউ বলছে ৭২’ এর যে সংবিধান সেটাকে ফেলে দিতে হবে এবং নতুন করে সংবিধান লিখতে হবে। কিন্তু নতুন করে যখন সংবিধান লিখবেন তখন একেকজন একেক রকম বলবে। কেউ বলবে সংখ্যানুপাতিক ভোট দেন কিন্তু সংখ্যানুপাতিক ভোট দিলে আওয়ামী লীগ অপজিশন পার্টিতে চলে আসবে। সেটা চলবে? দেবেন সেরকম? এ কারণেই আবেগের ওপর কথা বলছি না। আমরা সেরকম জায়গায় যেতে চাই, যেখানে দেশের সমস্ত জনগোষ্ঠীর কল্যাণ হয়।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। দেশের আমূল পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, বেকার যারা রয়েছে তারে বুঝে এক একটা দিন তাদের কিভাবে যায়। বেকারদেরকে লোন দিয়ে উদ্যোক্তা তৈরী করা দরকার। কিন্তু, দেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে স্বৈরাচার সরকার। অন্তর্বর্তী সরকার এখনো কালো টাকাগুলোকে দেশে আনতে পারেনি। কালো টাকাগুলোকে দেশে নিয়ে আনুন। ব্যাংকগুলোকে সচল করুন। বেকারদেরকে লোন দিয়ে উদ্যোক্তা তৈরী করে বেকারত্ব দূর করুন। নতুন শিল্প কারখানা করতে হবে। তাহলে বেকারত্ব দূর হবে।

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal