ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা ১৯ মে বিকাল ৪.৩০ ঘটিকায় রাশেদুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, ১৫২, ময়মনসিংহ-০৭ ত্রিশাল,আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্ব (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)মাহফুজুল আলম মাসুম।
সভাপতিত্ব করেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
এবছর কবির জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আনিছুজ্জামান আনিছ এমপি।
প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন ত্রিশালের সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুর রহমান,ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ফজলে রাব্বী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
রবিবার ১৯ মে বিকেলে মাঠ পরিদর্শন করেন
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসাদ চৌধুরী,জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্ব (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)মাহফুজুল আলম মাসুম,জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ,সহকারী পুলিশ সুপার অরিত সরকার,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন।