বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মধ্যরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট জাতীয় নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালো প্রধান নির্বাচন কমিশনার আমিরাতের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অনুমোদন করলেন শারজাহ শাসক বঞ্চিত ১১৯ জনকে সচিব ও ৪১ জনকে প্রথম গ্রেডে পদোন্নতির সুপারিশ করবে সরকার ভোলায় সাদপন্থীদের নিষিদ্ধ ও সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে ভোলা জেলা অবরোধের ঘোষণা পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ ১৭ বছর পর কারামুক্ত আব্দুস সালাম পিন্টু মাদ্রাসা অধিদপ্তরে প্রশাসন ক্যাডারের পরিচালক নিয়োগ ৬ মাসে ১০০ পোশাক কারখানা বন্ধ, বেকার ৫০ হাজার শ্রমিক তজুমদ্দিনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল,

লালমনিরহাটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের বিরুদ্ধে মামলা দায়ের

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৭ দেখা হয়েছে :

মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খান (৪৮) ও তাঁর স্ত্রীসহ তিনজনের নামে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন সিআইডি।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলাটি দায়ের করেন।

সাখওয়াত হোসেন সুমন খান পৌর শহরের কালীবাড়ী মাস্টার পাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগ ছিল। হুন্ডি ব্যবসার কারণে তিনি হুন্ডি সুমন নামে জেলায় পরিচিত লাভ করেন। অপর দুই আসামি হলেন সুমন খানের স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমা (৪৩) ও তারই কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা তৌকির আহমেদ মাসুম (৩৮)।মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার, টাকা পাচার সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেন সিআইডি পুলিশ। অনুসন্ধানে সাখওয়াত হোসেন সুমন খানের ব্যাংক একাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকার সন্ধান পাওয়া যায়। তাঁর স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার ব্যাংক অ্যাকাউন্টে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার সন্ধান মেলে। এ ছাড়া সুমন খানের আরেক কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকার সন্ধান পাওয়া গেছে। শুধু টাকা নয় কয়েকটা আলিসান বাড়ী, গাড়ি ও হোটেল আছে তার।এসব টাকার বৈধ আয়ের উৎস না থাকলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়। এসব অপরাধে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ধারায় তাঁদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন লালমনিরহাট সিআইডি এ এসপির আব্দুল হাই সরকার।এ বিষয়ে লালমনিরহাট সিআইডি’র এ এসপি আব্দুল হাই সরকার বলেন, আইন অনুযায়ী মামলাটি সিআইডি তদন্ত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal