খাগড়াছড়ি প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’
এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা যুব অধিদপ্তর কতৃক ১ই নভেম্বর(শুক্রবার) র্যালী,আলোচনা সভা,সনদ বিতরণ সহ ঋণের চেক হস্তান্তরের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।
সকাল ১০ ঘটিকায় মহালছড়ি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী টি বাজার পদক্ষিণ করে আবারও উপজেলা হল রুমের সামনে এসে শেষ।
মহালছড়ি যুব উন্নয়ন কর্মকতা জনাব মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজন চন্দ রায়ের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম(রফিক) বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, গ্রহণ ও আগ্রহী যুবক/যুবতী এবং সাংবাদিকবৃন্দ।
সমাপনী বক্তব্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন,
যুবকেরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও সন্ত্রাসবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সাথে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং এর মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।
আলোচনা সভা শেষে আত্ম-নির্ভরশীল হওয়া প্রশিক্ষাণার্থী অংচিং মারমাকে ৪০,০০০(চল্লিশ হাজার টাকা) জ্ঞান জ্যোতি চাকমাকে দ্বিতীয়তম ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) প্রকাশ চাকমাকে ৪০,০০০(চল্লিশ হাজার টাকা) মেহেনাজ মিতুকে ৪০,০০০(চল্লিশ হাজার টাকা) ঋণের চেক বিতরণ সহ প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়।