মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার সীমান্তবর্তী লোহাকুচি বিজিবি ক্যাম্প কর্তৃক আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ ঘটিকায় লোহা কুচি বাজারে স্থানীয় ও সাধারণ জনগণদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি লোহাকুচি ক্যাম্প,দীঘল টারী ক্যাম্প,মোগল হাট ক্যাম্প ও দুর্গাপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহা কুচি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম মুরাদ, অর্থ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বক্তব্যে বলেন সীমান্তে হাট-বাজারগুলো দশটার মধ্যে বন্ধ করার নির্দেশ প্রদান সহ মাদক ও গরু পাচার বন্ধ করতে কঠোর অবস্থানে থাকবেন বর্ডার গার্ড বিজিবি। সেই সাথে সাধারণ জনগণের সীমান্তে চলাচল ও জবাবদিহিতা বাধ্যতামূলক ও বহিরাগত সীমান্ত এলাকায় রাত ১০ টার পরে পাওয়া গেলে ওই ব্যক্তির সম্পর্কে সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান। সেই সাথে সীমান্তে আইন বাস্তবায়নের জন্য লোহা কুচি ক্যাম্পের কমান্ডার কে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন ।