আদিতমারীতে সাব – রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশের কর্মবিরতি পালিত
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশদের চাকুরী স্থায়ী করনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নকল নবিশেরা কর্মবিরতি পালন করে আসছেন ।
জেলার আদিতমারী সাব -রেজিস্ট্রার কার্যালয়ে ২৮ জন নকল নবিশ গণ কর্মরত রয়েছেন। নকল নবিশদের দাবি না মানা পর্যন্ত তার কোন প্রকার জাবেদা কপি ও বালাম কপি সরবরাহ করবেন না বলে জানিয়েছেন আদিতমারী উপজেলা সাব- রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দূর্জয় রায় চৌধুরী, তিনি বলেন ঢাকা প্রেসক্লাবের সামনে বিগত ১৯ দিন যাবত সারা বাংলাদেশের নকল নবিশেরা চাকরি স্থায়ী করনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহিতারা সময় মত জাবেদা কপি না পাওয়ায় জমি খারিজ করা যাচ্ছে না বিধায় দলিল রেজিস্ট্রি কার্যক্রম ও বিভিন্ন ব্যাংক ঋণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সরকার অনেক রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে, নকল নবিশদের দাবি দ্রুত মেনে নেওয়া জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন নকল নবীর এসোসিয়েশনের নেতৃবৃন্দ।