খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১০ নভেম্বর) সকালে তৈচালাপাড়া ৪৩ বিজিবির সদর ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন। এতে জোন এডি রাজু আহমেদ, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক শেফায়েত মোশর্দ মিঠু পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন, জামায়াতে ইসলামি রামগড় সভাপতি ফয়জুর রহমান, ইসলামি আন্দোলন রামগড় উপজেলা সভাপতি আবদুল খালেক, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বিজিবির পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় রামগড় সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, ইভটিজিং, মাদক চোরাচালান, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক অব্যবস্থাপনা সহ নানা বিষয় উঠে আসে। এসময় অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।