দীর্ঘ ২০ বছর ৬ মাস ৩ দিন আইনি লড়াইয়ের মাধ্যমে নান্দাইল পৌর নির্বাচনে ডাবল মার্ডার মামলায় ময়মনসিংহের আলোচিত সাবেক এসপি কোহিনুর মিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
নান্দাইলে ২০০৪ সালের ৫ মে আচারগাঁও হাইস্কুল কেন্দ্রে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গুলিতে ২ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া ও পৌর মেয়র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বলের নামে দায়েরকৃত মামলা গতকাল মঙ্গলবার ময়মনসিংহের অতিরিক্ত দ্বিতীয় সাবজজ আদালতে রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক
সাবরিনা আলী আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় ওই দুজনকে বেকসুর খালাস দেন। এ রায়ের ফলে দেশের আলোচিত পুলিশ সুপার কোহিনুর মিয়ার দেশে ফেরা এবং চাকরিতে যোগদানের আর কোনো আইনি জটিলতা রইল না। দীর্ঘ ২০ বছর ৬ মাস ৩ দিন আইনি লড়াইয়ের মাধ্যমে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন।
সম্প্রতি মামলাটির ৩ বার চূড়ান্ত রিপোর্ট দিয়েছিল পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুধুমাত্র হয়রানির জন্য পরবর্তী মামলাটি করেন আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভুঁইয়া। পৌর নির্বাচনী ট্রাইব্যুনালে হারার পর রফিক উদ্দিন ভুঁইয়া ওই সরকারের আমলে প্রভাব খাটিয়ে মামলাটি করেন। ভিকটিম সুজন ও আবু তাহেরের পরিবার কোনো মামলা করেনি।
মামলায় আসামি পক্ষে অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট আতাউর রহমান মুকুল ও অ্যাডভোকেট এম এ হানান্ন খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ছিলেন।