গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ১৯ শে নভেম্বর ২০২৪ তারিখে মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক বিভাগের আয়োজনে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন জিএমপির উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) , উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর),পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ,সাধারণ ছাত্রছাত্রীসহ চৌরাস্তাকেন্দ্রিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।