মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পরে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

রংধনু টিভি ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪৯ দেখা হয়েছে :

দীর্ঘ ১৫ বছর পরে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ ১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ করতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।’

‘ বুধবার সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।’
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। ওইদিন রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।
গত বুধবার খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, ২০১৮ সালের পর আজই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সকল স্থায়ী কমিটির সদস্যসহ ২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ক’জন ভাইস চেয়ারম্যান ও দলীয় পদধারী ক’জন সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন। এর আগে কখনো বিএনপির এত বেশি সংখ্যক নেতা আমন্ত্রণ সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে দলীয় সূত্র জানায়।
বিএনপি সূত্র আরও জানায়, একজন সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তমের স্ত্রী খালেদা জিয়াকে এর আগে বিএনপি ক্ষমতা ছাড়ার পর বিরোধীদলীয় নেতা হিসেবে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এ দিবসের আমন্ত্রণ জানালেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দু’জন কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়েছেন। এটিকে দলের নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal