সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

আইন প্রয়োগের পুরো ক্ষমতা চায় নির্বাচন কমিশন

রংধনু টিভি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ টাইম ভিউ

আইন প্রয়োগের পুরো ক্ষমতা চায় নির্বাচন কমিশন

নির্বাচনী আইন প্রয়োগের পুরোপুরি ক্ষমতা চায় নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন, সেই সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে।

কিন্তু এই অগাধ ক্ষমতা প্রয়োগে সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করতে হবে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এতে এসব বিষয় উঠে আসে।

বৈঠক শেষে ইসিসচিব শফিউল আজিম সাংবাদিকদের বলেন, ‘একটা হাই প্রফাইল সংস্কার কমিশন এখানে কাজ করছে। এ জন্য সম্মানিত বোধ করছি। আমরা সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ এটা আমাদের অঙ্গীকার।

সংবিধানেরও অঙ্গীকার হলো গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করা। এটা নিশ্চিত করার জন্য সংবিধানই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে।’ শফিউল আজিম আরো বলেন, ‘মনে রাখতে হবে, এটা সংস্কার করা। এখানে অনেকগুলো ভালো জিনিস আছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে দুর্বলতা আছে আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি।

ইসি সচিব বলেন, ‘বৈঠকে মাঠের অভিজ্ঞতা থেকে গণমাধ্যমসহ অংশীজনের কী অভিজ্ঞতা আছে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি। হস্তক্ষপ কোথা থেকে কিভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাইরে নির্বাচনকে কেউ হস্তক্ষেপ করে, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি। যাতে সংস্কার কার্যক্রম ফলপ্রসূ হয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD