ইত্তেফাকের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি যথাক্রমে একেএম মকছুদ আহমেদ ও তরুণ কুমার ভট্টাচার্য্যকে প্রবীন ও গুণী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি এ সম্মাননার আয়োজন করে। শুক্রবার (২২ নভেম্বর ) সকালে খাগড়াছড়ির অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যন ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া । বিশেষ অতিথি ছিলেন , বাংলাদেশ জামায়েত ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ,জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জাহিদ হাসান। অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি জহুরুল আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন গুণী সাংবাদিক এবং দৈনিক গিরিদর্পন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ । খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিথি সমির মল্লিক , মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দিপক সেন ,গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, খাগড়ছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু, সাবেক জেলা তথ্য কর্মকর্তা সুরেশ মোহন ত্রিপুরা, প্রকৌশলী নির্মল কান্তি দে প্রমূখ।