মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২৬ সদস্যের কমিটি গঠন

রংধনু টিভি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২৬ সদস্যের কমিটি গঠন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে শেরপুর জেলার ১২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এটি সংগঠনটির জেলা পর্যায়ে অষ্টম আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই রয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মামুনুর রহমানকে আহ্বায়ক এবং একই কলেজের শাহনুর রহমান সাইমকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন সরকারি বাঙলা কলেজের মোর্শেদ জিতু, এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দমোহন কলেজের ফারদিন ফুয়াদ তুহিন। কমিটিতে ১৭ জন যুগ্ম আহ্বায়ক, ১৬ জন যুগ্ম সদস্যসচিব, ২০ জন সংগঠক ও ৬৯ জন সদস্য রয়েছেন।

এর আগে, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, এবং ঝিনাইদহ জেলায়ও কমিটি গঠন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD