মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৪ দেখা হয়েছে :

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এ কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেটি “জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ” শিরোনামে শেয়ার করা হয়েছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, “প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না— এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।”

তিনি বলেন, “আত্মগোপনে থেকে, অনুশোচনা কী কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো, আমাদের পরিকল্পনা করা…।”

সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই দলটির নেতারা ও সাবেক মন্ত্রী-এমপিরা আত্মগোপনে আছেন। ইতোমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েক’শ মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal