মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে মিললো শিশু আব্দুর রহমানের লা*শ

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

ভোলার চরফ্যাশন উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আব্দুর রহমান নামে ৪ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৩ নভেম্বর ২০২৪, শনিবার চরফ্যাশন উপজেলার নূরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকার মোল্লা বাড়ির পুকুর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত শিশু আব্দুর রহমান ওই এলাকার আমির হোসেন মাঝির ছেলে।

ওই শিশুর চাচাতো ভাই ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিখোঁজ হয় আব্দুর রহমান। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে নানান জায়গায় খোঁজা হয়। কোথাও তার খোঁজ না পেয়ে শুক্রবার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। এরপর শনিবার ফজরের নামাজ শেষে ভোর বেলা বাড়ির পুকুরের পানিতে আব্দুর রহমানকে ভাসতে দেখেন বাড়ির লোকজন। তখন তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD