মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ভোলার লালমোহনে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৭০ বছরের বৃদ্ধ নি*হত

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ টাইম ভিউ

ভোলা লালমোহনে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাল মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২৩ নভেম্বর ২৪ শনিবার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুলচড়া গ্রামের লালু বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ লাল মিয়ার নিজ বাড়ি লালমোহন পৌরসভার নাঙ্গলখালী এলাকায়। লাল মিয়া অনেকদিন পর্যন্ত কুলচড়া বানিয়া বাড়িতে তার ছেলের শ্বশুর বাড়িতে থাকেন এবং ছেলের শ্বশুরের বিভিন্ন সম্পদ দেখাশুনা করেন। শনিবার তিনি সুপারি পাড়ার জন্য গাছে উঠেন। সে সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রচন্ড শব্দে গাছের উপর থেকে তিনি পড়ে যান এবং তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে কয়লা হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। লালমোহন থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD