মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের গণঅবস্থান আজ

রংধনু টিভি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ টাইম ভিউ

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের গণঅবস্থান আজ

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে চালক-শ্রমিকদের গণঅবস্থান।

এর আগে, শনিবার (২৩ নভেম্বর) সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লা আল কাফি।

এ সময় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোচালক গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তিরও দাবি জানান।

গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।

মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এর পর থেকেই আন্দোলন করছেন চালকেরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD