মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ,

রংধনু টিভি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী মোড় অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। এতে ওই মোড় দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালকরা যাত্রাবাড়ী কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে আসেন। এরপর তারা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই মোড় দিয়ে যান চলাচর বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়।

এদিকে রিকশাচালকরা যাতে সড়ক ছেড়ে দেন এজন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের (যাত্রাবাড়ী) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আখতারুজ্জামান জানান, সার্বিক পরিস্থিত নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা শান্তিপূর্ণ পরিস্থিত বজায় রাখার চেষ্টা করছি। যাতে জানমালের কোনো ক্ষতি না হয়। পাশাপাশি আমরা তাদরে সঙ্গে আলাপ আলোচনা করছি, যাতে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়ে জনগণের ভোগান্তি কমে।

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশার চালকরা যাত্রাবাড়ী ও দয়াগঞ্জে সড়ক অবরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD