ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ কে বিশেষ পুরস্কার প্রদান
২৪ নভেম্বর পুলিশ লাইন্স ময়মনসিংহে বিশেষ কল্যান সভায় অক্টোবর/২৪ মাসে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সার্বিক কার্যক্রমে(ওয়ারেন্ট তামিল,মাদক অভিযান,নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার,মামলা নিষ্পত্তি,থানায় আগত জনসাধারনকে পুলিশী সেবায় সঠিকভাবে দায়িত্ব পালন সহ চোরাই মালামাল উদ্বারসহ বি়ভিন্ন সফলতার কারনে পুলিশ সুপার ময়মনসিংহ ওসি মনসুর আহাম্মদ কে এই বিশেষ পুরস্কার প্রদান করেন।