মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ঘূর্ণিঝড় রিমালে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২০) নামের এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ঢাকার ধামরাই উপজেলার আব্দুল রাজ্জাকের ছেলে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্নস্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন রাসেল। তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।