সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে এ ঘটনা ঘটে।

নতুন কমিশন সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিয়ে নির্বাচন ভবনে আসে পৌনে তিনটার দিকে। সাড়ে তিনটায় সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফ হওয়ার কথা ছিল।

তবে দুপুরের আহারের কারণে কমিশন সভাকক্ষে আসে চারটার দিকে। তার আগেই কর্মচারীরা সভাকক্ষের উত্তর পাশের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন।

এ নিয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কর্মচারীরাও কোনো কোনো কথা বলেননি।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার তারা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ বছর এই কমিশন দায়িত্ব পালন করবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। গুরুত্বপূর্ণ সংস্কার শেষ হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD