“ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ত্রিশাল”-এর নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ত্রিশাল”-এর নতুন কমিটি প্রকাশের লক্ষ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন ইসলামিক স্টাডিজ বিভাগের সাজ্জাদ কাদির (২০১৯-২০) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম দীপু (২০২০-২১)। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন মোঃ শাহিন আলম, মোঃ সোহান, তানজিলুর রহমান, আবু নাঈম এবং নাদিম আহাম্মেদ।
ইতোপূর্বে সংগঠনটি ১২টি ধারার সমন্বয়ে একটি গঠনতন্ত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ধারাগুলো যথাক্রমে:-
১. এই সংগঠনের নাম বাংলায় “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ত্রিশাল”
(In English) : Dhaka University Students Association Of Trishal (DUSAT)
২. এটি একটি (ক) অরাজনৈতিক, (খ) অলাভজনক, (গ) অসাম্প্রদায়িক, এবং (ঘ) উদার মানব-কল্যানমুখী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন।
৩. এর উদ্দেশ্য ত্রিশাল হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রছাত্রীদেরকে একটি একক ও সুনির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসা এবং সবসময় তাদের কল্যাণের লক্ষ্যে কাজ করা।
৪. উপজেলায় শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষায় অংশগ্রহণের সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে সভা, সেমিনার ও প্রচারনার মাধ্যমে ত্রিশাল উপজেলার ছাত্রছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলা।
৬. পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অথবা ডুসাট কর্তৃক মনোনয়নের মাধ্যমে মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষার জন্য এককালীন/বাৎসরিক/মাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান এবং শিক্ষার প্রতি তাদের স্পৃহা বৃদ্ধির জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা।
৭. সমাজ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া সংক্রান্ত সার্বিক সহায়তা প্রদান করা।
১০. প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা এবং ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করা।
১১. গঠনতন্ত্র সংযোজন / পরিবর্তন
কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রে কোন ধারা/উপ-ধারা ভবিষ্যতে সংযোজন করার প্রয়োজন হলে, সভার সিদ্ধান্তক্রমে সাধারণ পরিষদের সভায় উপস্থাপন করবেন।
১১ক. উক্ত গঠনতন্ত্রের কোন ধারা পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ডুসাট-এর সকল সদস্যের অংশগ্রহণে গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করতে হবে।
১২. ডুসাট এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি(মাস্টার্স) এবং সাধারণ সম্পাদককে (৪র্থ বর্ষ) অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ এবং নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং এই কমিটির মেয়াদ ১ (এক) বছর হবে।