মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক চললো ট্রেন

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ দেখা হয়েছে :

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক চললো ট্রেন

যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে পরীক্ষামূলক এই ট্রেন চলবে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ও আগামীকাল। মঙ্গলবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।

বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪শ মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেলসেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে আশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal