ছাত্রলীগকে গণধোলাই দিতে বলা সেই ওসি প্রত্যাহার
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ‘রাজনৈতিক’ বক্তব্য রাখা দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের এক আদেশে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে।
এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান। সরফভাটা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।
সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, সেখানে ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন।’ ‘থানায় না হলে আদালতে হলেও মামলা এস্টাব্লিশড করে দেওয়ার চেষ্টা করবো।’ ‘আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই।’