সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

পুনাকের নতুন সভানেত্রী আফরোজা হেলেন

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬১ দেখা হয়েছে :

পুনাকের নতুন সভানেত্রী আফরোজা হেলেন –

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন সভানেত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আফরোজা হেলেন। দেশে-বিদেশে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার অধিকারীনি তিনি । বিশেষতঃ শিক্ষা, সমাজসেবা এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর রয়েছে বিস্তর অভিজ্ঞতা । পুনাকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সমাজসেবায় অবদান রাখতে বদ্ধপরিকর, নবনিযুক্ত আইজিপি ডাঃ বাহারুল আলম বিপিএম মহোদয়ের এই সহধর্মিণী।

নতুন সভানেত্রী আফরোজা হেলেন বিভিন্ন খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রাখছেন । যার মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, সমবায় এবং মাইক্রো-ক্রেডিট ব‍্যবস্থপনা। তিনি বর্তমানে নর্দান ইউনিভার্সিটির চীফ অফ অপারেশনস এন্ড অ‍্যডমিনের দায়িত্ব পালন করছেন । এর আগে তিনি নাইটিংগেল মেডিক্যাল কলেজ হাসপাতালের এডমিনিষ্ট্রেটিভ ম‍্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। অবদান রেখেছেন স্কলাস্টিকা স্কুলের ম‍্যানেজার এডমিনিষ্ট্রেশন হিসেবে। মিল্কভিটা ঢাকার প্রশাসনিক ও আর্থিক পরিচালক ছিলেন তিনি । এছাড়াও বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর । নিউইয়র্কের ম‍্যানহাটনে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি । অবদান রেখেছেন গুড গভর্ন‍্যান্স টিএমএসএস এর পরিচালক হিসেবে। এছাড়াও তিনি মাইলস্টোন স্কুলের প্রশাসনিক ব‍্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন । অবদান রেখেছেন ব্লুমিং সান স্কুল এবং নিউ চাইল্ড স্কুলের প্রিন্সিপাল হিসেবে । মাহাদ স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর । দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুনাকের নতুন সভানেত্রী। একটি হলো “আয়েশা নিজাম ফাউন্ডেশন”। অন‍্যটি “টোটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোআপারেটিভ সোসাইটি “।

বিদুষী এই পুনাক সভানেত্রী ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি আইন বিষয়ে ব‍্যচেলর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আইবিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সাথেও পূর্ব-সম্পর্ক রয়েছে তাঁর। ১৯৯৬ সাল থেকে তিনি সম্পৃক্ত এই প্রতিষ্ঠানের সাথে । দেশে-বিদেশে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে নতুনভাবে সমৃদ্ধ হবার সুযোগ পেয়েছে পুনাক। পুনাকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তার দক্ষতা, নেতৃত্ব এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় আশাবাদী । পুনাক পরিবার তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal