আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মী জামিন পেলেন
নাশকতার মামলায় বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এ জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। পরে আসামিরা বুধবার জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এসময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল বেধে যায়। একপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।
জানা যায়, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৮০ জনের বেশি নেতাকর্মী জামিন পেয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। বান্দরবানে আওয়ামী লীগ নেতাদের আসামি করে ৫ টি মামলা দায়ের করা হয়।