মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩৬ দেখা হয়েছে :

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি” শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনে আয়োজন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মিজ ইসমত জাহান তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নজরুল ইসলাম , সহকারী তথ্য অফিসার মোঃ তৌহিদ, উপজেলা ইন্জিনিয়ার নাইমুর ইসলাম ,উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম, উপজেলা ফরেষ্ট অফিসার মোঃ আজাদ, রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জাফর প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal