মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের দারোগা বাজার সংলগ্ন এলাকায় স্ত্রী বিরুদ্ধে স্বামী আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ঘটনার বিবরণে জানা যায়, উক্ত এলাকার সামসুল ইসলাম ওরফে হক্কে মুন্সী তার স্ত্রী মোছাঃ হোসনে আরা বেগমের পিতার বাড়ী থেকে ওয়ারিশ জমি নিয়ে হক্কে মুন্সী চাষাবাদ করেন। উক্ত জমির মধ্যে ৫৪ শতক জমিতে ধান চাষ করে এবং ১৪ শতক জমিতে বাদাম চাষ করে স্বামী সামসুল হক ওরফে হক্কে মুন্সী। স্বামী ও স্ত্রী ওয়ারিশ জমি থেকে ধান ও বাদাম বিক্রয় করা নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।এক পর্যায়ে স্ত্রী হোসনে আরা বেগম ক্ষিপ্ত হয়ে স্বামী হক্কে মুন্সীর সাথে মারমুখী আচরণ করে পিতার বাড়িতে চলে যান।অবশেষে স্ত্রীর কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হক্কে মুন্সী।