সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

সামনের নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ দেখা হয়েছে :

সামনের নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান

সামনের নির্বাচন অনেক কঠিন হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমার ৩০-৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, সামনের নির্বাচন অনেক কঠিন হবে। কারণ মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্পৃক্তি’ বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষয়তায় যায়নি, যাবে কিনা তাও জানা নেই। তবে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতাকর্মীদের আচরণের ওপর।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, সব সমমনা রাজনৈতিক দলের। বাংলাদেশের পক্ষের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসলই এই ৩১ দফা। দফাগুলো শুধু চার দেয়ালের ভেতর রেখে দিলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।’

কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের ৫১২ জন ডেলিগেট অংশগ্রহণ করেন।

এরআগে, সকালে এ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal