সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

ভারতের হোটেলে বাংলাদেশিদের ‘নিষিদ্ধ’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ভারতের হোটেলে বাংলাদেশি ‘নিষিদ্ধ’

ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা।

সম্প্রতি ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে হোটেলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার পেছনে কারণও জানিয়েছেন তারা। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়।

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার ফলে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

সংগঠনটির সচিব সৈকত ব্যান্যার্জী বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে, যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে। অন্যদের পরিষেবা দেওয়া হবে না।

তা ছাড়া, সাময়িককালের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে— বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না।

সূত্র- জাগরণ ত্রিপুরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD