সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

রাজনীতির পাশাপাশি বিএনপি ক্রীড়া-সংস্কৃতি নিয়েও কাজ করছে

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ দেখা হয়েছে :

রাজনীতির পাশাপাশি বিএনপি ক্রীড়া-সংস্কৃতি নিয়েও কাজ করছে

বিএনপি রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি নিয়েও কাজ করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি বহুমাত্রিক রাজনৈতিক দল। রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও আর্থসামাজিক এবং মানবতার সেবায় কাজ করছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন ও সাইফুল ইসলাম, স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবারের সদস্য নাসরিন আক্তার এবং বিগত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে আরিফুল ইসলাম জনির লাল দল। শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের সবুজ দল ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট দেয়। বিপরীতে ব্যাটে নেমে আরিফুল ইসলাম জনির লাল দল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয়ী হয়। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন লাল দলের ফাহিম। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal